চুয়েটে ইউআরপি বিভাগের বিদায় ও বরণ অনুষ্ঠান

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (ইউআরপি) বিদায় ও বরণ অনুষ্ঠান গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজা। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়। একই সাথে, ওয়ার্ল্ড টাউন প্লানিং ডের বিআইপি ডিবেট কম্পিটিশন চ্যাম্পিয়ন, এমআইএসটি এনভায়রনমেন্ট ফেস্ট চ্যাম্পিয়ন, ইন্ট্রাবিজ চ্যাম্পিয়ন এবং রুয়েটের ক্র্যাকজেক ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনের ২য় রানার আপ হওয়া শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সে কারবালা মাহফিল