চুয়েটের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

২০০৩ সালে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে চুয়েট ইতিমধ্যে দেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত হয়েছে। ২০২৪ সালের জন্য প্রকাশিত কিউএস র‌্যাংকিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার ৯২তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান অর্জন করেছে। দেশের শীর্ষ ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় সেরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩য় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে চুয়েট।

রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রামকাপ্তাই মহাসড়কের পাশে উনসত্তরপাড়া মৌজায় চুয়েট অবস্থিত। চট্টগ্রাম শহরের উত্তরপূর্বে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এবং কাপ্তাই রাস্তার মাথা থেকে প্রায় ২০ কিলোমটার দূরে এক মনোরম প্রাকৃতিক পাহাড়ি ভূমিতে প্রায় ১৭১ একর জায়গা জুড়ে চুয়েট ক্যাম্পাসের অবস্থান। প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চশিক্ষাগবেষণার অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এঙিলেন্স’ হিসেবে গড়ার বহুমুখী প্রয়াস চালিয়ে যাচ্ছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পূর্ববর্তী নিবন্ধজাল নোটে ইয়াবার কারবার চক্রের দুই সদস্য আটক
পরবর্তী নিবন্ধনোবেল জয়ী অপরাধ করলে কি পার পেয়ে যাবেন?