চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের গবেষণা থেকে প্রাপ্ত জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন দেশের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে, যা একটি দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। খবর বাসসের।
ভিসি গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রজেক্ট কমপ্লিকেশন একনলেজমেন্ট, বেস্ট রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড. মতিন বলেন, শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত গবেষণা তহবিলের অভাব। গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সুবিধার অভাব। শিক্ষকদের উপর প্রশাসনিক কাজের চাপ, গবেষণায় প্রকাশনার অভাব ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি