চুয়েটের ১৩২তম সিন্ডিকেট সভা

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৩৭ পূর্বাহ্ণ

চুয়েটের ১৩২তম সিন্ডিকেট সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এ সময় প্রোভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান, এমকোদর পলাশ ইন্ডাস্ট্রিয়াল জোন লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মেজর (অব.) মো. ফিরোজ খাননুন ফরাজী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আয়নাল হক অনলাইনে সংযুক্ত ছিলেন।সভায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ূন কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকজন আলোকিত মানুষ ছিলেন ডা. ফজলুল আমীন
পরবর্তী নিবন্ধমাদকাসক্ত অবস্থায় মদসহ গ্রেপ্তার, দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড