চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে শেখ রাসেল হলের সামনে নির্মাণ করা শেখ রাসেলের ম্যুরালটি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে ম্যুরালটি ভাংচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জানা যায়, শিক্ষার্থীরা ওই হলে একটি সাদা রঙের ব্যানার টাগিয়ে নামকরণ করেছে শহীদ আবু সাঈদ হল। এই ঘটনায় কিছু শিক্ষার্থীরা ফেসবুকে হলের নাম পরিবর্তন ও শেখ রাসেলে ম্যুরাল ভাংচুরের পোস্ট করে এটিকে সাধুবাদ জানিয়েছে। তারা ঘোষণা করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে যারা জড়িত বা পদে ছিলেন সকলকে হল থেকে বিতাড়িত করা হবে।










