চুনতীর সীরাতুন্নবী (সা.) মাহফিল

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

চুনতীর ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এর ৪র্থ দিনের অনুষ্ঠান গতকাল লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, কক্সবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোস্তাক আহমদ।
কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মাহী, হাফেজ মাওলানা ক্বারী আবু বকর, হাফেজ মাওলানা ক্বারী আরিফ আলী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন রায়হানুল হক শাকিল, আমিমুল এহসান রাফি, মুহাম্মদ জিয়াউর রহমান, খলিল উল্লাহ সোহাগ। এছড়াও আলোচনা করেন মাওলানা আহমদ বিন সালাম, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন। মাওলানা ফারুক হোসাইন ও জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা হেলাল উদ্দিন, আলহাজ্ব অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জুলুস ও সমাবেশ
পরবর্তী নিবন্ধকাট্টলীতে বয়স্ক ও অসুস্থদের পাশে এম মনজুর আলম