চুনতীর আহমদ শাহ (রহ.)’র ইছালে ছওয়াব মাহফিল

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪০ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল গত মঙ্গলবার চুনতী সিরাত ময়দানে শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাদ ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, বিকাল ৩টা থেকে ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুর হক নিজামী।
মাওলানা মুহাম্মদ মূসা তুরাঈন ও মাওলানা আবু নোমানের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মাওলানা অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, ডা. মাহমুদুর রহমান, মাওলানা জমিল উদ্দিন, মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন সা’দী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট আবেদন
পরবর্তী নিবন্ধআবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা