চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে চুনতির ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের সরব অংশগ্রহণে শুক্রবার সকাল ৯টায় লোহাগাড়ার চুনতী সীরতুন্নবী (.) মিলনায়তনে একুশে বিতর্ক প্রতিযোগিতা২০২৪ এর প্রথম পর্ব শুরু হয়। যাতে প্রতিদ্বন্দ্বিতা করছে চুনতি হাকিমিয়া কামিল (অনার্সমাস্টার্স) মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা (ফাজিল) মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়।

দেশের স্বনামধন্য বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের বিশেষজ্ঞ সহযোগিতায় গত দু বছর ধরে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান ও বিশিষ্ট লেখক ও শিল্পী আমিনুর রহমান প্রমাণিক। বিচারক হিসেবে এ আয়োজনের বিশেষজ্ঞ সহযোগী “দৃষ্টি চট্টগ্রাম” এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক তন্ময় বড়ুয়া, কো ডিবেট এন্ড প্র্যাকটিস সেক্রেটারি তন্ময় তাহসিন। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক মিজান উদ্দিন খান বাবু, আমিনুর রহমান প্রমাণিক, রাহেলা বেগম (পাপিয়া)। রবিউল হাসান আশিক ও তোহাব বিন হাবিব তজল্লির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত, গোলাম কিবরিয়া সাহেল, ইয়াসির খান সিদ্দিকী, মুহিতুল হক, হেলাল উদ্দিন ও তামজিদুর রহমান ফাহিদ সহ চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তর এর অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আগামী ২৩শে ফেব্রুয়ারি সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হবে এতদঞ্চলে সাড়া জাগানো যুক্তি ও তর্কের প্রাণবন্ত এ প্রতিযোগিতার এবারের আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধসবজির গ্রাম দক্ষিণ ঘাটচেক