চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধভাবে নির্মিত ৪টি ঘর ও উচ্ছেদ করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, আমাদের দায়িত্ব বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বন ভূমি উদ্ধার করেছি। এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বনের জায়গা উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত বনভূমিতে শীঘ্রই বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে বলেও জানান তিনি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি উদ্ধারের জন্য বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি, লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধার করা হয় এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। চুনতি অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস চবির রজতজয়ন্তী উৎসব কাল
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা জামায়াতের গণমিছিল