লোহাগাড়ায় চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারকল্পে আকাশমনি গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বনবিট এলাকায় কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমি, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. বজলুর রশিদ ও সাতগড় বনবিট কর্মকর্তা মোহসীন আলী ইমরান প্রমুখ। উদ্বোধনকালে ড. মোল্যা রেজাউল করিম বলেন, চুনতি বনাঞ্চল এশিয়ান হাতি বিচরণক্ষেত্র। তাদের করিডোর পুনরুদ্ধার করে আকাশমনি অপসারণ করে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। ইতোমধ্যে সাতগড় বিটের ৪০ হেক্টর জায়গায় থাকা আকাশমনি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছি। সেখানে চলতি মৌসুমে প্রায় ২০ প্রজাতির দেশীয় গাছের ২ লাখ চারা রোপন করা হবে।