চুনতি ডাকবাংলো-কলেজ রোডের জরাজীর্ণ অবস্থার সংস্কার করা হোক

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো থেকে কলেজ রোড পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খুবই করুণ। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে চুনতি মহিলা কলেজ, চুনতি উচ্চবিদ্যালয়, মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। কিন্তু চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। কোথাও ধুলাবালি, কোথাও কাদা, কোথাও আবার এমন গর্ত যে, পায়ে হোঁচট না খেয়ে চলা দায়। বর্ষার মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। অবিলম্বে এই সড়কটির সংস্কারে পদক্ষেপ নেওয়া হোক এটাই এলাকাবাসীর প্রত্যাশা। শিক্ষার্থীদের যাতায়াতের পথ যেন ভোগান্তির না হয়ে স্বস্তির হয়।

হাসনাইন মাবরুর

চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধসিকান্দার আবু জাফর : বাঙালি জাতীয়তাবাদের অন্যতম পৃষ্ঠপোষক
পরবর্তী নিবন্ধবাঙালির আত্মপরিচয়: ত্যাগের পথক্রমায় অঙ্কিত