বাংলাদেশের ঐতিহ্যবাহী ইউনিয়ন ও গ্রাম চুনতি। এর ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে চুনতি ডটকম ম্যারাথন এর চতুর্থ পর্ব ২৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম বর্তমানে চলমান।
ইতিবাচক অনুপ্রেরণাদায়ক, সামাজিক ও মানবিক কাজের সর্বজনীন মাচান “চুনতি ডট কম“। গ্রাম ভিত্তিক ওয়েবসাইটের পথিকৃত। www.chunati.com. চুনতির নিবেদিতপ্রাণ একঝাক তরুণ ও অভিজ্ঞ প্রবীণদের নিয়ে গ্রাম ভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কমের পথ চলা। আগামি প্রজন্মের জন্য ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ এবং সবাইকে নিয়ে একটা সুস্থ ও সুন্দর আলোকিত সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে চুনতি ডট কম। আসন্ন চুনতি ডটকম ম্যারাথনে থাকছে ৫ ও ১০ কিমিঃ পাশাপাশি হাফ ম্যারাথন (২১.১)। নির্ভুল রেজাল্টের চিফ টাইমিং এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবারের মতোন কনফিডেন্স সল্ট এর পৃষ্ঠপোষকতায় এই অনন্য আয়োজনে ইতিমধ্যেই দেশ বিদেশের অনেক সেরা রানার নিবন্ধন সম্পন্ন করেছেন। আমরা জানি নিয়মিত হাঁটা আর দৌড় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।
বিশ্বের এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত রানার্স গ্রুপের পথ ধরে গত কয়েক বছর ধরে, ‘চুনতি রানার্স গ্রুপ’ এর সদস্যরা নিয়মিত দৌড় চর্চা ও বাংলাদেশের বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন ও গ্রাম এর তরুণ ও যুব সমাজ বিভিন্ন ক্রীড়া আয়োজন সফল ও সার্থক। গত আগস্ট মাসে ঐতিহাসিক চুনতি আঞ্জুমন–ই–নওজোয়ান মাঠে জাকজমক ভাবে সফলতার সাথে সমাপ্ত হলো চুনতি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই স্মৃতি চুনতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ । চুনতির বর্তমান তরুণ ও যুবসমাজ কে এই সাড়া জাগানো জাকজমক অনন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন এর জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। চুনতির বিভিন্ন ক্রীড়ার ঐতিহ্যে ও সাফল্যের ইতিহাস শত শত বছরের। আমার শৈশব কৈশোরের স্মৃতি মধুর সময় কেটেছে সবুজ ঘেরা লাল মাটির পাহাড় বেষ্টিত শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ও আধ্যাত্মিক ধর্মীয় ঐতিহ্যে মহিমান্বিত পীর আউলিয়ার পুণ্য ভূমি চুনতি গ্রামে। শত শত বছরের সম্ভ্রান্ত ঐতিহ্য লালিত শিক্ষার জনপদ প্রাকৃতিক সৌন্দর্যের মোহনা সবুজের মেলা প্রিয় চুনতিতে আগামী ২৬ ডিসেম্বর ‘চুনতি ডট কম ম্যারাথন ২০২৫’ এ আপনাদের সবাইকে স্বাগতম।












