চুনতি ডট কম ম্যারাথন আগামী ২৬ ডিসেম্বর

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম এর আয়োজনে ৪র্থবারের মতো এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। এবারের আসরে বাংলাদেশের ৩০টি জেলা এবং ৩টি দেশ যথাক্রমে ডেনমার্ক, শ্রীলংকা, সিঙ্গাপুর থেকে ৩জন সহ ৮০০এরও বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। চুনতি ডট কম ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনতির কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। ম্যারাথন উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। ম্যারাথনের সার্বিক বিষয় তুলে ধরেন ম্যারাথনের আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন ছিদ্দিকী, সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের রেস ডিরেক্টর কাজী শরিফুল ইসলাম। বক্তারা আশা প্রকাশ করেন, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ক্রীড়াচর্চা প্রসার এবং গ্রামীণ পর্যায়ে আন্তর্জাতিক মানের আয়োজক হিসাবে স্বীকৃতি পাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নাইম নিমু, মো. সাদুর রহমান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, মাহমুদুর রহমান ছিদ্দিকী তোয়াফ, নাজেম উদ্দিন ছিদ্দিকী,ইসহাক খান মুকুট, আব্দুল আজিজ শোয়েব, এজেএম খালেদ, মো. ইফতি, জায়েদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ এর মেডেল ও রেস টিশার্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চরলক্ষ্যা ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন