চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানী ও দোয়া মাহফিল এবং জেয়াফতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন শাখা।
৭ এপ্রিল (সোমবার) দুপুরে দুর্ঘটনা কবলিত এলাকা চুনতি জাঙ্গালিয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। চুনতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর চট্টগ্রাম মহানগর জামায়েতের আমীর ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
দক্ষিণ চট্টগ্রামের সাথে সবসময় উন্নয়ন বৈষম্য হয়েছে, যেমনিভাবে গোপালগঞ্জে মানুষ নাই, গাড়ি নাই সেখানেও ৬ লাইন করে বসে আছে ১৭ বছরের সরকার, অতচ দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ চট্টগ্রামে সেই ২ লাইনই রয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে অনতিবিলম্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করতে হবে, কোরআন খানী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় চুনতি ইউনিয়ন জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়, পরে আয়োজিত জেয়াফতে ৫ শতাধিক মানুষকে মেজবান খাওয়ানো হয়।