চুনতি অভয়ারণ্যে দেড় একর বনভূমি উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বন্যপ্রাণী অভয়ারণ্যে দেড় একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বনপুকুর হাসানকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন জানান, স্থানীয় কিছু ভূমিদস্যু রাতের আঁধারে বাঁশ ও পলিথিন দিয়ে ৪টি স্থাপনা নির্মাণ করে। পরে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ পূর্বক জবরদখল মুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান জানান, অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ পূর্বক জবরদখলমুক্ত বনভূমির পরিমাণ প্রায় দেড় একর। উদ্ধারকৃত জায়গায় দেশীয় প্রজাতির চারা রোপন করা হবে। এছাড়াও ইতোপূর্বে উক্ত হাসানকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত আরো ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের সহযোগিতায় রেঞ্জবিটের সকল স্টাফ, সিএমসি ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআচরণ পরিবর্তন না করলে বিএনপির অবস্থা আ. লীগের চেয়েও ভয়াবহ হবে
পরবর্তী নিবন্ধ১৩ জুলাই : মামলা প্রত্যাহারে আল্টিমেটাম, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা