লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনভূমিতে টিলা কেটে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আজিজনগর বিটের হারবাং মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান। তিনি জানান, স্থানীয় মৃত আহমদ ছাফার পুত্র নাজিম উদ্দিন রানা নামে এক ব্যক্তি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনভূমি দখল করে টিলা কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। পরে খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫ শতক বনভূমির জায়গা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন, চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা আরিফুল ইসলামসহ রেঞ্জ ও বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।