লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী মাহফিলে সীরত মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সীরত ময়দান সংলগ্ন হল রুমে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শাহ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এম ডি জুনাইদ, আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহবুবুল আলম, সাইফউদ্দিন মোহাম্মদ তারেক। কোরাআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শাহাজাহান। নাতে মুস্তফা ও মিলাদ পরিচালনা করেন শেখ সৈয়দ সুলাতান মোহাম্মদ রাফি। প্রবাসী উপ–কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোলাল উদ্দিন, মোক্তার হোসেন, মোহাম্মদ মানিক, আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।