চুনতিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহর নির্বাচনী প্রচারনায় হামলায় ৭ জন আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ করেন। এ সময় নুর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় সাতগড় মাঝির পাড়া ইসহাক সড়ক সংলগ্ন দোকানে ও নারিশ্চা এলাকায় নির্বাচনী প্রচারণা করেন। প্রচারণা শেষে ফেরার পথে নৌকা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন জনুর লোকজন তার কর্মীদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে তার কর্মীরা আহত হন। নির্বাচনে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্ন ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলার বিষয়টি শুনেছেন। তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ খসে পড়ল ছাদের প্লাস্টার, রক্ষা পেল শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে পালিয়ে থাই সীমান্তে আড়াই হাজার মানুষ