চুনতিতে বনের জায়গায় নির্মিত সেই ভবন উচ্ছেদে অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বনের জায়গায় পাহাড় কেটে নির্মাণাধীন ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইছহাক মিয়া সড়ক সংলগ্ন মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা মো. মহসীন আলী ইমরানসহ বনবিভাগের স্টাফ ও চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, বনের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত শনিবার (৮ নভেম্বর) দৈনিক আজাদী পত্রিকায় ‘লোহাগাড়ার চুনতি/ পাহাড় কেটে নির্মিত হচ্ছে ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশিক্ষকরা স্কুলে উপস্থিত ছিলেন, তবে ক্লাস নেননি