চুনতিতে বনের গাছ কেটে চুরির চেষ্টা, যুবক আটক

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সংরক্ষিত বনের গাছ কেটে চুরির চেষ্টাকালে বেলাল হোসেন (৩০) নামে একজনকে আটক করে বন আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকার মৃত আব্দুস ছোবাহানের পুত্র। গতকাল মঙ্গলবার সাতগড় বনবিট কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। জানা যায়, গত সোমবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বনবিটের পেরাইত্তার ঘোনা নামক এলাকায় অবৈধভাবে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরচক্র গাছ কর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার খবরে অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে একজন আসামিকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয়েছে কর্তনকৃত গাছের টুকরাগুলো। অভিযানে নেতৃত্ব দেন সাতগড় বনবিট কর্মকর্তা মো. মহসীন আলী ইমরান। সাথে ছিলেন বিটের কর্মী মো. সালাউদ্দিন খন্দর ও শোভন শাহ। সাতগড় বনবিট কর্মকর্তা জানান, আটক ও পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। একইদিন আটক আসামিকে বন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে ৬ জনসহ সারাদেশে ১২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধচবিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা