চুনতিতে বনভূমির জায়গা জবর দখলের চেষ্টা, আটক ২

আজাদী অনলাইন | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সাতগড় বনবিটের আওতাধীন বনভূমির জায়গা জবর দখলের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে বনবিভাগ। সোমবার (৪ জানুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের মৌলভী পাড়ার মৃত আবদুস ছালামের ছেলে মো. আবদুস ছবুর (৩৫) ও পদুয়া মাঝের দোকান এলাকার ইমাম শরীফের ছেলে মো. আলী (৪৫)।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ। তিনি জানান, গত রোববার বিকেলে স্থানীয় মো. ফারুকের নেতৃত্বে চুনতি মৌজার নলবুনিয়া হাতিবান্ধা এলাকায় পাকা পিলার দিয়ে বনভূমির জায়গা জবর দখলের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় ফারুক। তাকেও আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সাতগড় বনবিট কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধ২৫ দিন পরে লাকিংমের লাশ বাবার হাতে
পরবর্তী নিবন্ধছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মারক ডাক টিকিট অবমুক্ত