চুনতিতে ট্রেনে কাটা পড়ে বাছুরের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর এলিফ্যান্ট ওভারপাস এলাকায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মারা গেছে একটি গরুর বাছুর। গতকাল রোববার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি পার্বত্য লামার

আজিজনগর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহাগ মিয়া জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা অতিক্রম করছিল। এ সময় এলিফ্যান্ট ওভারপাসের দক্ষিণ পাশে একটি গরুর বাছুর রেললাইন ঘেঁষে ঘাস খাচ্ছিল। ইঞ্জিন চালক বেশ কয়েকবার হর্ণ দেয়ার পরও বাচুরটি রেললাইন থেকে সরেনি। ফলে বাছুরটি কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে। তিনি জানান, প্রতিদিনের ন্যায় অন্যদের মতো ক্ষতিগ্রস্ত কৃষকও গরুটি ছেড়ে দেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, এলাকার বাইরে থাকায় বিষয়টি শুনেননি। তবে রেললাইনের আশেপাশে ঘাস খাওয়ার জন্য গরুছাগল উন্মুক্তভাবে ছেড়ে না দিতে তিনি স্থানীয়দেরকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাক্রমে ‘ব্যাঙের লাফ হাঁসের ডাক’ মিথ্যাচার, বলছে এনসিটিবি
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা