অন্ধজনের চোখের আলো ফিরিয়ে দেয়ার প্রত্যয়ে খান ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগাড়র চুনতি গ্রামে গত ২৬ মার্চ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সীরাত কমপ্লেক্সে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন এতদঞ্চলের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষজ্ঞ সহায়তায় নিয়োজিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ডাক্তার ও কর্মীবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর পারভিন মাহমুদ এফ.সি.এ। প্রধান অতিথিকে বরণ করে নেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান। আলোচনায় অংশ নেন খান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ খান। সার্বিক আয়োজনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন খান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জান্নাত খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ খান। প্রেস বিজ্ঞপ্তি।