চুনতিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে চুনতি মুন্সেফ বাজার হয়ে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে জয়নুল আবেদীন জনু চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে অনিয়মদুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। সরকারি বৃক্ষ নিধন, পাহাড় কাটা, মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পর্যালোচনা করা হবে
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে