চুক্তি বাতিল, চাকরি গেল মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করা মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে তাকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এক আদেশে বলেছে, মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল। গত বছরের ৪ জুলাই চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এরপর চলতি বছরের ২৬ জুন তার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে ‘পাল্টে গেল’ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম
পরবর্তী নিবন্ধবিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে