বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা–কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি–পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারাদেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি। তারা বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এক নতুন দেশ গড়ার প্রত্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা–কর্মচারী সারাদেশের ৮০ ভাগ অঞ্চলে প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন তারা।
এতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) তৌসিফ জামিল, এজিএম এস এম জি এলমান শাহ্, মো. আরিফ হোসাইন, ইঞ্জিনিয়ার মো. হাসান, মো. আলাউদ্দিন প্রমুখ।