খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনের হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউজে যাবেন বলে আশা করছেন ট্রাম্প। খব বিডিনিউজের।
ইউক্রেন তাদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির শর্তে রাজি হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন কিয়েভের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা না গেলেও এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা তুলে ধরেছে বিবিসি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ওয়াশিংটন প্রথমে ইউক্রেনের খনিজ সম্পদ থেকে ৫০ হাজার কোটি ডলারের সম্ভাব্য রাজস্ব লাভের যে দাবি জানিয়েছিল, তা বাদ দিয়েছে। তবে এই চুক্তিতে ইউক্রেনকে সুদৃঢ় নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি যুক্তরাষ্ট্র, যেমন নিশ্চয়তা ইউক্রেন দাবি করেছিল। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই করার অধিকার পাবে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে লড়াইয়ের জন্য অস্ত্র ও গোলাবারুদ দেবে তেমন কোনও নিশ্চয়তা চুক্তিতে দেওয়া হয়নি। তারপরও ইউক্রেনের প্রেসিডেন্ট এ সপ্তাহে চুক্তিটি সই করতে ওয়াশিংটনে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, তাদের অর্থ এবং সামরিক অস্ত্র ছাড়া ইউক্রেন যুদ্ধ খুব অল্প সময়েই শেষ হয়ে যেত। ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন।