চীন মাছ ধরা নৌকা আটক করেছে, অভিযোগ তাইওয়ানের

| বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

তাইওয়ান অভিযোগ করে বলেছে, চীনের কর্মকর্তারা তাদের একটি মাছ ধরার নৌকা আটক করেছে। তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপ সংলগ্ন চীনা উপকূলের কাছাকাছি নৌকাটি অবস্থান করছিল। নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন তাইওয়ানের উপকূলরক্ষীরা। তাইওয়ানের এই অভিযোগে চীনের সঙ্গে দ্বীপদেশটির উত্তেজনা আরও বাড়ল। খবর বিডিনিউজের।

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে চীন তাদের নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে। তারা মনে করে এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গে একীভূত হবে।

গত মে মাসে তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব নেওয়ার পর থেকে তাইপের ওপর চাপ বাড়িয়েছে চীন। তারা লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৫৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএক ট্রাকে পাওয়া গেল ১৯ মৃতদেহ