মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে যেসব দেশ ‘নাক গলাচ্ছে’ তাদের কড়া সমালোচনা করার পাশাপাশি জান্তাপ্রধান মিন অংশ হ্লাইং ‘ইতিবাচকভাবে’ সহযোগিতা করা অনেক দেশকে ধন্যবাদ দিয়েছেন। চীন, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নেপিডো ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেছেন। খবর বিডিনিউজের।
দুই বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেলজয়ী অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখেও পড়েছে। ‘যত চাপ, সমালোচনা ও আক্রমণ সত্ত্বেও যে আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ, সংগঠন ও ব্যক্তিরা আমাদেরকে ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি’, মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে হ্লাইং এমনটাই বলেছেন।
রাজধানী নেপিডোতে জাতীয় দিবসের কুচকাওয়াজ থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি আরও বলেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেওয়ার পর সু চি ও অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়, জান্তাবিরোধী বিক্ষোভ ও ভিন্নমত কঠোরভাবে দমন শুরু হয়, ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ।