চীন অভিযোগ করে বলেছে, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র বেইজিংয়ের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অভিযোগ তুলেছেন, জানিয়েছে রয়টার্স।
বিরোধপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে সমপ্রতি ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর সুযোগ নিয়ে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হওয়া ঠেকাতে পারবে কিনা, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ অভিযোগ করেন লিন।
লিন বলেন, চীন ভারতের সঙ্গে মিত্রতাকে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত থেকে দেখে আর সীমান্ত সমস্যা চীন ও ভারতের মধ্যকার বিষয় তাই আমরা এই সমস্যা নিয়ে কোনো দেশের রায় দেওয়া নিয়ে আপত্তি জানাই। খবর বিডিনিউজের।
মঙ্গলবার এক প্রতিবেদনে পেন্টাগন বলেছে, চীন সম্ভবত (ভারতের সঙ্গে) হ্রাস পাওয়া উত্তেজনাকে পুঁজি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করতে চায়, যার উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র–ভারতের সম্পর্কের গভীরতা রোধ করা এবং ওয়াশিংটানের প্রভাব কমানো।
পেন্টগনের এমন প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেই সংবাদ সম্মেলনে লিনকে ওই প্রশ্নটি করা হয়েছিল।












