চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে : যুক্তরাষ্ট্র

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে। দেশটির হাতে এখন প্রায় ৫০০ সক্রিয় ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীন তাদের এই অস্ত্রভান্ডার দ্বিগুণ বাড়িয়ে এক হাজারেরও বেশি ওয়ারহেড তৈরির আশা করছে। খবর বিডিনিউজের।

প্রতিবেদন বলছে, চীনের অস্ত্রভাণ্ডার যেভাবে বৃদ্ধি পেয়েছে তা পূর্বানুমান ছাড়িয়ে গেছে। তবে বেইজিংয়ের অস্ত্রের এই মজুত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও কম রয়েছে। তাছাড়া, চীন আগে হামলা না করার নীতিতেও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্যানুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি ওয়ারহেডের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে, আর যুক্তরাষ্ট্রের আছে ৫ হাজার ২৪৪টি। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ হিসাবমতে, চীনের প্রায় ৪০০ পারমাণবিক ওয়ারহেড ছিল। বৃহস্পতিবার উর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আগের সব অনুমান ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে চীন। এ বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি উদ্বেগ সৃষ্টি করেছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ইতি চিত্রা’
পরবর্তী নিবন্ধমানবতা হারাচ্ছে বিশ্ব : ইউএনআরডব্লিউএ প্রধান