চীনে কোভিড মোকাবেলায় জারি থাকা লকডাউনের কারণে সময়মত এক শিশুর জীবন-রক্ষাকারী চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। চীনের পশ্চিমাঞ্চলীয় ল্যানঝোউয়ে মঙ্গলবার একটি বাড়িতে গ্যাস লিক হয়ে এক দুর্ঘটনায় তিন বছরের বালক ওয়েংসুয়ান মারা যায়। ছেলেটির বাবা তুও শিলেই বিবিসি-র কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি ছেলেকে আবাসিক ভবন থেকে বাইরে নিয়ে যেতে পারেননি।
যদিও পুলিশ বলছে, তারা জরুরি ফোন কল পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছিল। স্থানীয় বাসিন্দারা বিবিসি-কে বলেছেন, ওই এলাকাটিতে অক্টোবর থেকেই কোভিড লকডাউন জারি আছে। খবর বিডিনিউজের।