চীনে রানার্সআপ বাফুফে একাডেমি

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের শেষটা ভালো হলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি দলের। চীনে উহান দলের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছে তারা। লিজিয়াংয়ে হওয়া তিয়ানইউ লিউফাং কাপের ফাইনালে শনিবার উহানের বিপক্ষে ৩০ গোলে হারে একাডেমি দল। বিএফএফ ফুটবল একাডেমি দলের তাহসান খাঁ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ট্রেড মিশন নারী উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগ ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রোকে