চীনে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

চীনের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল সেখানে যাচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে আঁখিলিমারা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণাও করা হয়েছে। বাংলাদেশপাকিস্তান সিরিজ শেষে চীন সফরে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। সেখানে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন।

১৪ জনের এই স্কোয়াডে পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরে আছেন। বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরে চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলের। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হাংজুতে। ২২ ডিসেম্বর চীন থেকে উড়াল দেবেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল: সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।

পূর্ববর্তী নিবন্ধফুলকির সুবর্ণজয়ন্তীতে খুদেদের ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ