চীনে বন্যার পর এবার টাইফুন ইন-ফা

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

টাইফুন ইন-ফার কারণে চীনের বাণিজ্য নগরী সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে সব ফ্লাইট বাতিল করা হয়েছে, পাতাল রেল চলাচল সীমিত বা স্থগিত করা হয়েছে এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে। খবর বিডিনিউজের।
চীনের আবহাওয়া প্রশাসনকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দেশটির পূর্ব উপকূলীয় ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহরের পুতুও এলাকা দিয়ে টাইফুন ইন-ফা স্থলে উঠে আসে।
টাইফুনটি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে বলে দেশটির আবহওয়া প্রশাসন জানিয়েছিল। ইন-ফার বাতাসের বেগ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩৮ মিটার বলে জানিয়েছেন তারা। রয়টার্সের হিসাবে যা ঘণ্টায় ১৩৭ কিলোমিটারে প্রায় সমান।
জনগণের জীবন ও সম্পদ সুরক্ষার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেবো আর দুর্যোগের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সবকিছু করবো। কারও যেন মৃত্যু না হয় ও আহতদের সংখ্যাও যেন কম হয় এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও যেন সীমিত থাকে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করবো, শনিবার টাইফুন মোকাবেলার প্রস্তুতি দেখতে এসে বলেছিলেন ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ইউয়ান জিয়াজুন।
ঝেজিয়াংয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শনিবার সর্বোচ্চ মাত্রার টাইফুন সতর্কতা জারি করে স্কুল ও মার্কেট বন্ধ করে দেয়। প্রয়োজন অনুযায়ী রাস্তায় যান চলাচলও বন্ধ করে।

পূর্ববর্তী নিবন্ধগ্রিসে বাধ্যতামূলক টিকাদানের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কারফিউ জারি