চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ, শহরে লকডাউন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস মহামারি থেকে এখনো বের হতে পারেনি গোটা বিশ্ব। টিকা দেওয়ার পর অনেক দেশে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই চীনের একটি শহরে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এতে করে সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে। খবর বাংলানিউজের। গতকাল শুক্রবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন। আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপাইরেটসকে উড়িয়ে শিরোপার পথে এগিয়ে গেল আবাহনী
পরবর্তী নিবন্ধরাশিয়ার প্রতি ভেনিজুয়েলার সমর্থন পুনর্ব্যক্ত