চীনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া। ভিয়েতনামের সঙ্গে চীনের সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

সিসিটিভির প্রতিবেদন বলছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৪ জন যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে একটি প্রাথমিক সূত্র বলছে, দুর্ঘটনায় তিনজন বেঁচে থাকা ছাড়া, বাকি ১১ জনই নিহত হয়েছেন। সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত জানুয়ারিতে, দেশটির পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা যান। আহত হন ২০ জন।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ মাস্টার্স এবং হাক্কানী ক্রিকেট ক্লাব সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধএভারেস্ট জয়ে গিয়ে বুকে পেসমেকার স্থাপিত পর্বতারোহীর মৃত্যু