চীনে জ্যাক টেকনোলজির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণিল আয়োজন

এআইকে কাজে লাগিয়ে আমরা বহুদূর যেতে চাই : কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

হাসান আকবর, তাইজু (চীন) থেকে | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

বিশ্বের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি প্রতিষ্ঠার ৩০তম বছর উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। চীনের তাইজু শহরে পাঁচতারা একটি হোটেলে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে বিশ্বের দেড়শর বেশি দেশ থেকে ব্যবসায়ী, শিল্পপতি ও সাংবাদিকদের অতিথি হিসেবে আনা হয়েছে।

হোটেলের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহান জিসান জ্যাকসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বক্তৃতা করেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রুহান জিসান জ্যাক বলেন, গার্মেন্টস মেশিনারিজ উৎপাদনে গত ৩০ বছরে আমরা অনেকদূর এগিয়েছি। তবে এখানেই থামছি না। দশ থেকে বিশজন পর্যন্ত মানুষের কাজ আমরা একটি রোবট দিয়ে করাচ্ছি। আমাদের মেশিন তৈরিতে রোবট নির্ভুলভাবে সব কাজ সম্পন্ন করতে পারছে। এই ধারা অব্যাহত রেখে আমরা আরো বহুদূর যেতে চাই। ফাইভ জি স্মার্ট কারখানা পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা এমন কিছু করতে চাই, যাতে সামনের দিনগুলোতে গার্মেন্টস খাতের উৎপাদন আরো অনেক বৃদ্ধি পায়, মানের উন্নয়ন হয় এবং খরচ যাতে অনেক কমে যায়। পুরো সেক্টরকে ব্যবসাবান্ধব করতে আমরা নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ইকুইপমেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এআইকে কাজে লাগিয়ে আমরা গার্মেন্টস খাতে সর্বাধুনিক ইকুইপমেন্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই।

জ্যাক বলেন, গার্মেন্টস সেক্টরে সর্বাধুনিক যন্ত্রপাতি সন্নিবেশই কেবল এই খাতকে একটি টেকসই ভিত্তি দিতে পারে। জ্যাক টেকনোলজির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন নতুন ইকুইপমেন্ট প্রস্তুত এবং বাজারজাতকরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

চীন, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, আমেরিকা, কলম্বিয়াসহ বিশ্বের নানা দেশের প্রায় দুই হাজার অতিথি যোগ দেন অনুষ্ঠানে। বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, বিজিএমইএর সদস্য বিজয় শেখর দাশ, ইনট্যাক্স লিংক গ্রুপের পরিচালক হ ইয়ং পিং, জ্যাক টেকনোলজির বাংলাদেশের এজেন্ট এফ এম জ্যাক গ্রুপের চেয়ারম্যান এম ফজলে করিমসহ দেশের গার্মেন্টস সেক্টরের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি দল এতে যোগ দেয়। বাংলাদেশ থেকে একমাত্র সাংবাদিক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে কোম্পানির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হু ওয়েনহাই, ভাইস প্রেসিডেন্ট চিউ ইয়াংইউ (জিমি) এবং ভাইস চেয়ারম্যান ও কোম্পানি সেক্রেটারি সিয়ে ইয়ন জিয়াও বক্তব্য রাখেন। তারা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের কথা উল্লেখ করেন। বর্তমানে জ্যাক বিশ্বের দেড়শটিরও বেশি দেশে ব্যবসা করে। কোম্পানির বার্ষিক টার্নওভার বিলিয়ন ডলারের কাছাকাছি। সামনের দিনগুলোতে এই ধারা ধরে রাখার পাশাপাশি বিনিয়োগবান্ধব ইকুইপমেন্ট তৈরিতে জ্যাক টেকনোলজি সর্বাত্মক চেষ্টা করবে বলে বক্তারা উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে অনুষ্ঠিত ‘ল’ অলিম্পিয়াডে সাউদার্ন ইউনিভার্সিটির সাফল্য
পরবর্তী নিবন্ধইয়ামালের ১০ নম্বর জার্সি বিক্রি করে ২৪ ঘণ্টায় বার্সার আয় ১২০ কোটি টাকা