চীনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিবেশী দেশ চীনে গেছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন, এশিয়া, জ্বালানি ও বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। পুতিন বৃহস্পতিবার ভোরে চীনের রাজধানী বেইজিংয়ের পৌঁছান। পরে বেইজিংয়ের গণমহাভবনে প্রেসিডেন্ট শির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন তিনি। খবর বিডিনিউজের।

এসময় শি দুই দেশের সম্পর্ক পুনরচজ্জীবিত করতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, চীন সবসময় রাশিয়ার ভালো অংশীদার হবে। রয়টার্স বলছে, চীনের প্রেসিডেন্ট শি বতর্মান বিশ্বে পুতিনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সমর্থক। রাশিয়া ও চীন উভয়েই যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সংক্ষিপ্ত বৈঠক চলাকালে শি পুতিনকে বলেন, চীনরাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে। বিশ্বে ন্যায়বিচার ও ন্যায্যতা সমুন্নত রাখতে চীন রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক। পুতিন শিকে বলেন, তাদের পারস্পরিক সহযোগিতা একটি চিত্তাকর্ষক ঘটনা। চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী এবং কারও বিরুদ্ধে পরিচালিত নয়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জবাবে পুতিন এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার কয়েকদিন আগে পুতিন বেইজিং সফর করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুবাই উপকূলে ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ দীর্ঘ ২০ বছরের লি যুগের অবসান