চীনে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সাংবাদিক

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে চীন। তার বিরুদ্ধে বিদেশিদের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। গত বছরের আগস্ট থেকে তাকে আটক রাখা হয়। সোমবার তাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তার আইনি অধিকারের সুরক্ষা দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ১৪ আগস্ট থেকে চীনে আটক রয়েছেন অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেই। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এই সাবেক উপস্থাপকের বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে কর্তৃপক্ষ।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন তারা আশা করছেন অস্ট্রেলিয়া এই সাংবাদিকের মামলায় হস্তক্ষেপ করবে না। তবে বেইজিংয়ে চেং লেইয়ের আটকের ঘটনায় বেশ কয়েক বার উদ্বেগ প্রকাশ করেছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়েন বলেছেন, ‘আমরা বিচারিক মান, প্রক্রিয়াগত স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে মানবিক আচরণ করা হবে বলে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধহিমবাহ ধস : উত্তরাখণ্ডে ১৮ লাশ উদ্ধার, নিখোঁজ ২০০
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত