চীনে আন্তর্জাতিক সেমিনারে সিবিইউএফটির চার শিক্ষার্থী

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটির আন্তর্জাতিক কালচারাল এক্সচেঞ্জ সেমিনারে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) চার মেধাবী শিক্ষার্থী। সমপ্রতি অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন উহান টেক্সটাইল ইউনিভার্সিটির স্কুল অব কন্টিনিউয়িং এডুকেশনের ডিন পেন ওয়েনশিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ। চলতি বছর এই চার শিক্ষার্থী সিবিইউএফটির সহযোগিতায় চীনের সবচেয়ে মূল্যবান বৃত্তি ‘সিএসসি স্কালারশিপ’ নিয়ে উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে ভর্তি হন। তারা মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক সেমিনারে যোগদানের সুযোগ পান। সেমিনারে বক্তব্যে এসব শিক্ষার্থী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। দেশের আর্থসামাজিক উন্নতি, শিল্প ও শিক্ষা বিষয়ে আলোচনা করেন।

সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন সিবিইউএফটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মশিউর রহমান ও সহকারী অধ্যাপক ইমন বিশ্বাস। তারা সিবিইউএফটি ও উহান টেক্সটাইল ইউনিভার্সিটির মধ্যে কালচার ও এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর ব্যাপারে প্রস্তাব করেন ও এর সুফলসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে একটি নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুই শিক্ষক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে দায়ে ৮ তরুণ-তরুণী আটক