চীনে অজানা নিউমোনিয়ার প্রকোপ, বিস্তারিত তথ্য চেয়েছে ডব্লিউএইচও

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চীনে শ্বাসতন্ত্রের রোগ বেড়ে যাওয়া এবং শিশুদের মধ্যে গুচ্ছাকারে ছড়িয়ে পড়া ফ্লুয়ের মতো নতুন এক ধরনের নিউমোনিয়ার প্রকোপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন থেকে চীন কর্তৃপক্ষ গত ১৩ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে জানায়, দেশটিতে শ্বাসপ্রশ্বাসজনিত রোগের প্রকোপ বেড়েছে। কারণ হিসেবে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া এবং কোভিড সৃষ্টিকারী ভাইরাসের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া (এক ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত ছোট শিশুদের মাঝে দেখা দেয়) এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানায় তারা। খবর বিডিনিউজের। বিবিসি জানিয়েছে, ফ্লুয়ের মতো নতুন ধরনের ‘অজানা’ নিউমোনিয়া রোগটি চীনের উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। গণমাধ্যমে বলা হচ্ছে, সেখানকার হাসপাতালগুলো আক্রান্ত শিশুতে ভরে গেছে। সংক্রমণ রুখতে ব্যবস্থা নেওয়ার জন্য চীনকে আহ্বান জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তারা গণমাধ্যমের খবরের ওপর আরও তথ্য চায়।

তাছাড়া, উত্তর চীনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া ‘অজানা’ নিউমোনিয়ার বিস্তার এবং ক্লিনিকাল তথ্য সম্পর্কে আরও বিশদভাবে জানতে চাওয়ার পাশাপাশি শিশুদের মধ্যে রোগের প্রাদুর্ভাবের খবরের প্রেক্ষিতে গবেষণাগারের ফল নিয়েও আন্তর্জাতিক জনস্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা প্রোমেডের মাধ্যমে বিস্তারিত জানতে চায় ডব্লিউএইচও।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার মামলায় হাটহাজারী পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধির সাক্ষাৎ