চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন কিম জং উন, থাকছেন পুতিনও

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজয় দিবস নামে পরিচিত কুচকাওয়াজে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধের ৮০তম বার্ষিকী উদযাপন করবে। খবর বাংলানিউজের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ২৬ জন রাষ্ট্রপ্রধানের আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে। চীন এ কুচকাওয়াজে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, অ্যান্টিড্রোন সিস্টেমসহ তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করবে। এটিই হবে চীনের সেনাবাহিনীর নতুন সামরিক সরঞ্জামের প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী। কুচকাওয়াজে তিয়েনআনমেন স্কয়ারে প্যারেড করবেন চীনের কয়েক হাজার সেনা। এতে থাকবে চীনের সেনাবাহিনীর ৪৫টি তথাকথিত সেনাদলের সারি এবং যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সৈনিকরা।

৭০ মিনিটের এ কুচকাওয়াজ পর্যবেক্ষণ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে, পশ্চিমা শক্তি ও বিশ্লেষকরা এ অনুষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্বে এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত হলেন মার্কিন সিডিসি প্রধান
পরবর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেন সংঘাতকে মোদীর যুদ্ধ বললেন ট্রাম্পের উপদেষ্টা