চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর অঙ্গীকার ইতালির প্রধানমন্ত্রীর

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৫২ পূর্বাহ্ণ

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে গত বছর ইতালি বেরিয়ে যাওয়ায় দুই দেশের মধ্য থমকে যাওয়া সম্পর্ক এবার পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাণিজ্য ও অন্যান্য সহযোগিতা জোরদারের মধ্য দিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়ে এরই মধ্যে চীন সফরে গেছেন তিনি। খবর বিডিনিউজের।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখাও করেছেন মেলোনি। প্রায় দুই বছর আগে ইতালির দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মেলোনি প্রথম চীন সফর করছেন। পাঁচ দিনের সফরকালে সোমবার বিকালে চীনের রাজধানী বেইজিংয়ে দিয়াওয়ুথাই রাষ্ট্রীয় অতিথিশালায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেলোনি।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহেই ২০ কোটি ডলার অনুদান পেলেন কমলা
পরবর্তী নিবন্ধনির্বাচনে জিতে ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো