চীনের নতুন কোস্টগার্ড আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। কারণ দেশটির নাটুনা দ্বীপপুঞ্জের চারপাশে ইন্দোনেশিয়ার আঞ্চলিক জলসীমায় চীন এই আইন প্রয়োগ করতে গেলে তা সংঘাতের সৃষ্টি করতে পারে। কারণ ওই জলসীমায় অতীতে দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বাংলানিউজের।
ইন্দোনেশিয়ার সামুদ্রিক নিরাপত্তা সংস্থার প্রধান এ বিষয়ে সতর্ক করেছেন। সংস্থার প্রধান ভাইস অ্যাডমিরাল আন কুর্নিয়া সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, চীন দক্ষিণ চীন সাগরে আরো শক্তিশালী হয়ে উঠছে। সে কারণে ওই অঞ্চলের প্রধান দেশগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করা হচ্ছে। তারা উদ্বিগ্ন। তাই সংঘাত বৃদ্ধির ঝুঁকি আছে।
পত্রিকাটি জানিয়েছে, সোমবার থেকে আইন কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে চীনা উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো সকল প্রয়োজনীয় উপায় ব্যবহার করতে পারবে। কোনো বিদেশি জাহাজকে হুমকি মনে করলে তারা গুলিও করতে পারবে।