চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ইয়াগি’

| শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সুপার টাইফুন ‘ইয়াগি’ শুক্রবার চীনের হাইনান প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড় দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে, এই আশঙ্কায় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে। খবর বাসসের।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, টাইফুনটি শুক্রবার দিনের শেষ দিকে জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানের উপকূলীয় এলাকার স্থলভাগে আছড়ে পড়ার পর পার্শ্ববর্তী গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে। বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয় উভয় প্রদেশে বন্যার জন্য জরুরি ৩ নম্বর সতর্কতা জারি করেছে।

সিনহুয়া জানায়, কর্মকর্তাদের এক বৈঠকে বলা হয়েছেইয়াগি ‘২০১৪ সালের পর থেকে চিনের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে। যা বন্যা ও পরিস্থিতি মোকাবেলার কাজকে খুব চ্যালেঞ্জিং করে তুলবে।’নাসার আর্থ ডাটা অনুসারে ইয়াগির বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ২৪০ কিলোমিটারের (১৪৯ মাইল) বেশি এবং টাইফুনটি ‘একটি ৪ ক্যাটাগরি হারিকেনের সমতুল্য’।

পূর্ববর্তী নিবন্ধসিকিমে সড়ক দুর্ঘটনায় সেনা নিহত
পরবর্তী নিবন্ধউষ্ণতম গ্রীষ্ম দেখল বিশ্ব’