চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংশির পার্বত্য এলাকায় ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্সের একটি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এক কর্মকর্তা। সোমবার চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের জেট ইঞ্জিন চালিত বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে জোর তৎপরতা শুরু হলেও বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়।