চীনের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী টেমপ্লেট মেশিন প্রসেস শীর্ষক এক সেমিনার নগরীর হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সেলিম রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন জ্যাক মেশিনারীজ এঙপোর্ট এন্ড ইম্পোর্টের বাংলাদেশের চেয়ারম্যান ফজলে করিম লিটন।
অতিথি ছিলেন বিকেএমইএ পরিচালক মোহাম্মদ আবদুল বারেক, বিকেএমইএ’র পরিচালক শামসুল আজম, বিকেএমইএ পরিচালক আহাম্মেদ নুর ফয়সাল, বিকেএমইএ এডিশনাল সেক্রেটারি মেজর (অব.) পাশা, সিনিয়র যুগ্ম সচিব মোঃ আলতাফ উদ্দিন প্রমুখ।