চীনা নীতিনির্ধারক সংস্থার সঙ্গে দ্বন্দ্বের পর জনজীবন থেকে নীরব রয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। প্রায় দুই মাস দেখা মেলেনি তার। প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সমপ্রতি ‘আফ্রিকা বিজনেস হিরোজ’ টিভি শোর ফাইনালের বিচারকের পদ থেকেও তাকে সরিয়ে ফেলা হয়েছে। প্রতিবেদনটি আরও বলছে, বিচারকদের ওয়েব পাতা থেকে তার ছবি কেবল সরিয়ে ফেলা হয়েছে তাই নয় বরং প্রচারণার ভিডিও থেকেও তাকে সরিয়ে ফেলা হয়েছে। খবর বিডিনিউজের।
নভেম্বরেই অনুষ্ঠিত হয়েছে ‘আফ্রিকা বিজনেস হিরোজ’-এর ফাইনাল। এর কয়েকদিন আগেই ‘চীনা নীতিনির্ধারক এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সমালোচনা করে ব্যাঙ্গাত্মক মন্তব্য’ করেছেন জ্যাক মা।
বেইজিং কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। তার প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে নাম লেখানো আটকে দিয়েছে এ বিষয়ে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। এরপর থেকেই সম্ভবত জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন জ্যাক মা।












