মহেশখালীতে ডাম্পার গাড়ি ভর্তি বিদেশী মদের একটি চালান আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে চালানটি আটক করা হয়। তবে উদ্ধারকৃত মদের চালানটি এসপিএম প্রকল্পে কর্মরত চাইনিজরা নিজেদের বলে দাবি করেছে। শনিবার তাদের বিশেষ দিবস ‘চাইনিজ ন্যাশনাল ডে’ উপলক্ষে চীনা নাগরিকদের মাঝে বিতরণের জন্য আনা হয়েছে। এগুলোর বৈধ কাগজপত্র রয়েছে বলে পুলিশকে জানিয়েছে তারা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী সাংবাদিকদের জানান, স্থানীয় জনগণ ডাম্পার ট্রাক গাড়ি ভর্তি বড় একটি কণ্টেনার ও খুচরা কিছু কার্টুন ভর্তি বিদেশী মদসহ একটি গাড়ি আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে কালারমার ছড়া ক্যাম্প থেকে পুলিশ পাঠিয়ে গাড়িটি থানায় নিয়ে আসা হয়। এতে দেখা যায় বেশ কিছু বিদেশী মদ রয়েছে। তবে এসব মদ নিজেদের বলে দাবি করে এসপিএম প্রকল্পের ইঞ্জিনিয়ার মি. চ্যাং। তিনি কাগজপত্র নিয়ে থানায় এসে জানান, এসব মদ তাদের রাষ্ট্রীয় বিশেষ দিবস ১ অক্টোবর ‘চাইনিজ ন্যাশনাল ডে’ উপলক্ষে মহেশখালীর বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের জন্য আনা হয়েছে।
ওসি আরো জানান, ওরা যেহেতু মদগুলো নিজেদের বলে দাবি করছে, আনুষ্ঠানিক চিঠিপত্র ও কাগজপত্র নিয়ে থানায় এসেছে, সে কারণে ছেড়ে দিতে হচ্ছে। তাই মদগুলো গণনা করা হয়নি।